উচ্ছ্বাস

শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল এর শিক্ষা, সাহিত্য ও সহশিক্ষা বিষয়ক সংগঠন “উচ্ছ্বাস” 25 ফেব্রয়ারী 2017 সাল থেকে যাত্রা শুরু করে।

অসাম্প্রদয়িক, অরাজনৈতিক, প্রগতিকামী, আত্মঅনুসন্ধানানী এই সংগঠন এর মূল উদ্দেশ্য হল- অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বাংলার এতিহ্যবাহী সংস্কৃতির বিভিন্ন দিক ও সুষ্ঠধারার সংস্কৃতির চর্চা ছড়িয়ে দেওয়া।

বছরের বিভিন্ন সময়ে বিশেষ দিবসকে কেন্দ্র করে উচ্ছ্বাস সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে থাকে। পাশাপাশি সংস্কৃতি বিষয়ে আগ্রহী শিক্ষার্থীদের জন্য সঙ্গীত, নৃত্য, কবিতা আবৃতি, বাদ্যযন্ত্র, অভিনয় প্রভৃতি বিষয়ে কর্মশালার আয়োজন করে থাকে। উচ্ছ্বাসের যাবতীয় কর্মকান্ড এর কমিটি দ্বারা নিয়ন্ত্রিত হয়।

উচ্চ্বাস এর কিছু সচেতনামুলক কর্মকান্ড
comitty pic
উচ্ছ্বাসের সদস্যবৃন্দ
flower
ভাষা শহীদদের প্রতি প্রদ্ধাঞ্জলী
crest
21 ফেব্রয়ারীতে সঙ্গীত পরিবেশন
21 februry
ছাত্রদের বিদায় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন
rafi
স্বাধীনতা ও জাতীয় দিবসে সঙ্গীত পরিবেশন
manobota
ঘরোয়া পরিবেশে সঙ্গীত চর্চা

উচ্ছ্বাস সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন :

01. ফারজানা আলম পিয়া, সভাপতি, উচ্ছ্বাস, সারসটেক-বরিশাল, 7ম ব্যাচ, 01794583476।

02. দীপ্ত সাহা, সাধারন সম্পাদক, উচ্ছ্বাস, সারসটেক-বরিশাল, 7ম ব্যাচ, 01846127945।